Channel: Sayem's World
Category: Travel & Events
Tags: ভাগ্যকুলের_ঘোলsayembhaggokuler mistighol recipeসায়েমশ্রীপুরvillage gholমুন্সীগঞ্জবিখ্যাত ঘোলvillage sweetsভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারghol
Description: #ভাগ্যকুলের_ঘোল #Bhaggokuler_Ghol . আসসালামু আলাইকুম... কথায় আছে, দুধের স্বাদ ঘোলে মেটে না। কিন্তু, ভাগ্যকূলের ঘোলের স্বাদ নাকি এমনই মনকাড়া, যা হার মানিয়ে দিয়েছে দুধকেও। বিষয়টা যাচাই করতেই ঢাকা থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেই ভাগ্যকূল গ্রামে যাই। শুধু ঘোল নয়, এখানকার মিষ্টির সুখ্যাতিও সেই প্রাচীন কাল থেকেই। সারাদেশের আনাচে-কানাচে ‘ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার’ নাম দেখি। এই সেই ভাগ্যকূল। এই গ্রামকে মিষ্টির গ্রামও বলা হয়ে থাকে। কিভাবে যাবেনঃ প্রাইভেট গাড়িতে গেলেতো তেমন কিছুই বলার নাই। মুন্সীগঞ্জের ভাগ্যকূল গ্রামে চলে গেলেই হবে। সেই ক্ষেত্রে গুগল ম্যাপ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ম্যাপঃ ঢাকা নিউ মার্কেট থেকে যেভাবে যেতে হবেঃ goo.gl/maps/nsUbbEE7Cs1Nkrkq9 . বাসে যেতে চাইলেঃ ঢাকার গুলিস্তান থেকে ঢাকা টু দোহার রুটের অনেক বাস ছেড়ে যায়। চাইলে আপনি আরাম পরিবহনে উঠতে পারেন। নামতে হবে ভাগ্যকূল গ্রামের কাছাকাছি বালাসুর বাজারে। ঢাকার গুলিস্তান থেকে বালাসুর বাজারের দূরত্ব মাত্র ৪৪ কিমি। ভাড়া নেবে জনপ্রতি ৬৫ টাকা। বালাসুর বাজার থেকে অটোরিকশা করে চলে যাবেন সোজা ভাগ্যকুল বাজারে। আর ভাগ্যকুল বাজারেই পেয়ে যাবেন মিষ্টির দোকান। . Today's topic is: Famous Ghol and sweets of Bhaggokul Village. Here I'm trying to describe all things about it. If you have any query please comment. . Sayem's World is my YouTube Channel name. I'm working on YouTube since 2017. Basically I make Travel Guide. . Please like, comment and share this video with your friends. Please don't forget to subscribe to my channel :) My Facebook Page: facebook.com/SayemsWorld . My Flickr: flickr.com/photos/60923547@N08 Thank You Very Much :) #ভাগ্যকুলের_ঘোল #Bhaggokuler_Ghol